কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে তাঁর স্বামী জুবিন ইরানির সম্পর্ক রীতিমত উষ্ণ, ছবিতে দেখুন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্মৃতি ও জুবিনের আলাপ পুরনো, স্মৃতি তখন মডেলিং করতেন। তিনি জানিয়েছেন, তখন নিয়মিত নানা কারণে জুবিনের সঙ্গে দেখা হত তাঁর, নানা বিষয়ে আলোচনা হত। তখনই মনে হয়, তাহলে বিয়েই বা করছেন না কেন।
ফের জুবিন পোস্ট করেন এই ছবিটি।
এবার স্বামী স্ত্রীর আলাপে ঢুকে পড়ে তাঁদের ছেলে জোহর ইরানি। সে বলে, তোমাদের সম্পর্ক টম আর জেরির মত। একে অপরের সঙ্গে সারাক্ষণ ঝগড়া কর, অথচ ছেড়ে থাকতেও পার না।
স্মৃতি স্বামীকে মনে করিয়ে দেন, তাঁর বয়স কিন্তু ৫২, বেশ বাড়াবাড়ি হচ্ছে। তাতে জুবিন বলেন, বয়সের সঙ্গে অনুভূতির সম্পর্ক কী!
স্মৃতি তখন স্মৃতি মালহোত্রা। এটিও পোস্ট করেছেন জুবিন।
আর এবার স্ত্রীর প্রতি তাঁর ভালবাসা ও সম্পর্কের গভীরতা বোঝাতে জুবিন পোস্ট করেছেন এই ছবিটি।
জুবিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্মৃতির এই ছবি। তখন তিনি মডেলিং করতেন।
এই দম্পতির ৩ সন্তান, জোহর, জইশ ও জুবিনের প্রথম স্ত্রীর মেয়ে শানেল।
১৭ বছর আগে ব্যবসায়ী জুবিন ইরানিকে বিয়ে করেন সে সময়ের অভিনেত্রী ও বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -