সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্মৃতি ইরানির পুরনো ছবি, মজা করে তিনি লিখলেন...
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Apr 2020 12:13 PM (IST)
1
অবসর পেলেই ছবি আঁকেন স্মৃতি। সব ছবি - সোশ্যাল মিডিয়া
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
পারিবারিক মুহূর্তে স্মৃতি।
3
পুরনো অভিনয় জীবনের ছবি।
4
স্মৃতির পাতা থেকে স্মৃতির ছবি।
5
দেখুন, স্মৃতির কোলে একতার ছেলে।
6
সেই ছবি দেখে, স্মৃতি মজার কমেন্ট করেন। লেখেন...আগে এমন কিছু মানুষও ছিলেন।
7
সম্প্রতি স্মৃতির পুরনো কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন একতা কপূর।
8
স্মৃতির পরিবারের সঙ্গেও একতার সম্পর্ক দারুণ।
9
দুজনে খুবই ভাল বন্ধু।
10
'কিঁউ কি শাস ভি কভি বহু থি' - টেলিভিশনের মেগা সিরিয়ালের ইতিহাসে একটা মাইল ফলক। এই সিরিয়ালের সৌজন্যেই স্মৃতি ইরানি ও একতা কপূরের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়।
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -