কী ঝামেলা! শেষে কিনা ‘বিরাট’কেই স্টেডিয়াম ছাড়তে বাধ্য করল পুলিশ
চলতি ইন্দওর টেস্টে প্রিন্স কিনা বিরাটের ডাবল সেঞ্চুরিটাই দেখতে পেলেন না। কারণ, দর্শকদের একাংশ প্রিন্সকে দেখতে হামলে পড়েছিল। পরিস্থিতি সামলাতে প্রিন্সকে স্টেডিয়ামের বাইরে পাঠাতে বাধ্য হয় পুলিশ। আর সবচেয়ে আশ্চর্যর বিষয়, একটি দশেরা কমিটির লোকজন তো প্রিন্সকে তাঁদের অনুষ্ঠান উদ্বোধনের আমন্ত্রণও জানিয়েছেন।
বাস্তবে বিরাট কোহলির অনুরাগী প্রিন্স। কিন্তু বিরাটের মতো দেখতে হওয়াটা তাঁর কাছে ঝামেলার কারণও হয়ে উঠেছে।
এই যুবকের নাম প্রিন্স। প্রিন্স একেবারেই ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির মতো দেখতে। অনেকেই তাঁকে বিরাট ভেবে ভুল করেন। যদিও তাঁর রিয়েল লাইফ হিরো বিরাট কোহলির সঙ্গে দেখা করার সুযোগ হয়নি প্রিন্সের
এই যুবক যখনই শপিং বা অন্য কোথাও যান, তখনই আশেপাশের লোকজন অটোগ্রাফ চেয়ে ভিড় করে।
এ যেন শাহরুখ খানে ‘ফ্যান’ সিনেমার মতো কাহিনী! পার্থক্য একটাই। ‘ফ্যান’ সিনেমা আর এখানে যা ঘটেছে তা বাস্তব।