ছবিতে দেখুন, কেরলে কিছুটা কমল বৃষ্টি, মৃতের সংখ্যা বেড়ে ২৭
কেরলের রাজস্বমন্ত্রী ই চন্দ্রশেখরণ এর্নাকুলামের পরিস্থিতির উপর নজর রাখছেন। তিনি জানিয়েছেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। সেনাবাহিনীর পাঁচটি দল বিভিন্ন জেলায় উদ্ধারকার্য চালাচ্ছে। ছবি সৌজন্যে এএনআই
বৃষ্টির ফলে বিভিন্ন রাস্তা জলের তলায়। এমনকী, সেতু, উড়ালপুলগুলিও প্রায় জলমগ্ন। জল ছুঁই ছুঁই উড়ালপুল দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করছে যানবাহন। ছবি সৌজন্যে এএনআই
প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। উদ্ধারকার্যে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কাজে লাগানো হচ্ছে। ছবি সৌজন্যে এএনআই
কেরল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীগুলির জলস্তর বেড়ে যাওয়ায় কয়েকটি বাঁধ থেকে জল ছাড়া হয়েছে। তবে তাতে প্লাবনের আশঙ্কা নেই। ছবি সৌজন্যে এএনআই
কেরলে আজ বৃষ্টির দাপট কিছুটা কমেছে। ফলে সামান্য স্বস্তি পেয়েছেন রাজ্যের মানুষ। এরই মধ্যে অবশ্য গত কয়েকদিন ধরে চলা বৃষ্টির জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭। ছবি সৌজন্যে এএনআই