লকডাউনে নেই হরিদ্বার যাওয়ার অনুমতি, মুম্বইতেই ঋষির অস্থি বিসর্জন করলেন রণবীর
গত ৩০ মার্চ মুম্বইয়ে হাসপাতালে মৃত্যু হয় প্রবাদপ্রতিম অভিনেতা ঋষি কপূরের
পুজো চলাকালীন লকডাউনের নিয়ম মেনেই মাস্ক পরেছিলেন রণবীর ও কাপূর পরিবারের অন্য সদস্যরা।
হিন্দু রীতি মেনেই হল ঋষি কাপূরের অস্থি বিসর্জনের পর্ব।
অস্থি বিসর্জনে সারাক্ষণ রণবীরের পাশে থাকলেন আলিয়া। ছিলেন অভিনেতার কাছের বন্ধু আয়ান মুখোপাধ্যায়ও।
ঋষি কাপূরের দাদা রণধীর কাপূর জানান, প্রশাসনের তরফে লকডাউনের জেরে হরিদ্বার যাওয়ার অনুমতি মেলেনি। তাই গঙ্গায় ঋষি কাপুরের অস্থি ভাসান দেওয়া সম্ভব হল না। মুম্বইয়ের বানগঙ্গা জলাশয়েই সম্পন্ন হল অস্থি বিসর্জন।
অস্থি বিসর্জনের সময় উপস্থিত ছিলেন নীতু কাপুরও। এসেছিলেন আলিয়া ভট্টও।
রবিবার মুম্বইয়ের বানগঙ্গা জলাশয়ে প্রয়াত অভিনেতা ঋষি কাপূরের অস্থি বিসর্জন দিলেন রণবীর কাপূর। বাবার শেষকৃত্যে হাজির থাকতে না পারলেও অস্থি বিসর্জনের সময় হাজির ছিলেন ঋষি কাপূর কন্যা ঋদ্ধিমা কাপূর সাহানি