‘সাংবাদিক’ সোনাক্ষী!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jun 2016 09:02 PM (IST)
1
আকিরা, ফোর্স-টু তেও দেখা যাবে সোনাক্ষীকে।
2
দ্বিতীয় লুক। সেখানে তাঁর নাম হবে নূর রায় চৌধুরি।
3
একটি ফরাসি ম্যাগাজিনের জুন সংস্করণে দেখা যাবে তাঁকে।
4
এই হল ছবির প্রথম লুক।
5
তাঁকে দেখা যাবে ‘করাচি, ইউ আর কিলিং মি’ শিরোনামের একটি বইয়ের সিনেমা সংস্করণে। সেখানেই সাংবাদিক হবেন সোনাক্ষী।
6
লুটেরা-খ্যাত অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল তেভর-এ।
7
সুনহিল সিপ্পি পরিচালিত এই সিনেমায় সোনাক্ষীকে দেখা যাবে একজন সাংবাদিকের ভূমিকায়। সিনেমায় রয়েছেন শিবানী দান্ডেকর, করণ গিল এবং পূরব কোহলির মতো তারকা।