পাশ্চাত্য পোশাক থেকে ভারতীয় ছোঁয়ায় সাজ, সোনমের ফ্যাশন স্টেটমেন্টের ছবিতে মুগ্ধ নেট দুনিয়া
মেকাপ ছিল হালকা কিন্তু কোহল।
পোশাকের সঙ্গে মানানসই ভারী গয়না পরেছিলেন তিনি।
ভারতীয় ছোঁয়া বজায় রাখতে কপালে ছিল ছোট্ট কালো টিপ।
তাঁর পোশাকের একটা অংশ ছিল শাড়ির আঁচলের মতো।
কালো ওয়েস্টার্ন পোশাকে ছিল ভারতীয় ছোঁয়া।
প্যারিসের হাউটে কালচার শো-র শেষ দিনে একেবারে বিপরীতে আনন্দ ঘরনী।
ভাস্কর্যকে স্টাইলের সঙ্গে তুলনা করে ক্যাপসান দেন তিনি।
এই পোশাকে বেশ কিছু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন তিনি
গাউনের সঙ্গে হাতে ভাঁজ করে একটি শাল নেওয়াটা ছিল এই স্টাইলের বিশেষত্ব।
পরনে সাদা গলা বন্ধ গাউন, সঙ্গে সোনার গয়না।
প্যারিসের হাউটে কালচার শো-এর দ্বিতীয় দিনে সম্পূর্ন আলাদা সাজে ধরা দিলেন সোনমষ
তাঁর পোশাক ও গয়না দিয়েছিল দুটি বড় সংস্থা। তার মধ্যে একটি এই মাসেই বাজারে ব্যবসা করতে চলেছে।
সোনমের মেকাপ ছিল মোহময়ী।
গোটা সাজে সোনালী ঝলক ছিল বিশেষ আকর্ষণ।
সব মিলিতে অপূর্ব দেখাচ্ছিল তাঁকে।
পোশাকের সঙ্গে মানানসই হেয়ার স্টাইল করেছিলেন সোনাম।
তাঁর এই বিশেষ সাজ প্যারিসের হাউটে কালচার শো এর জন্য।
পরনে বিশেষ ডিজাইনার গাউন, সঙ্গে মানানসই গয়না। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই লুকেই ছবি আপলোড করলেন সোনম কপূর।