ব্যস্ততা থেকে দূরে অস্ট্রিয়ার বরফ-ঘেরা পর্বতে ছুটি কাটাচ্ছেন সোনম কপূর
বলিউডের স্টাইল আইকন সোনম কপূর এই মুহূর্তে তুষারাবৃত অস্ট্রিয়ার অল্টিউসিতে ছুটি কাটাচ্ছেন। ছবি সৌজন্য সোনম কপূরের ইনস্টাগ্রাম
ফিরে ফের পরবর্তী ছবি ‘বীরে দি ওয়েডিং’ ছবির শ্যুটিং শুরু করবেন সোনম। ছবিতে রয়েছেন করিনা কপূর খান। ছবি সৌজন্য সোনম কপূরের ইনস্টাগ্রাম
বোন রিয়ার সঙ্গে এখানে চুটিয়ে শপিং করেছেন সোনম। ছবি সৌজন্য রিয়া কপূরের ইনস্টাগ্রাম
সোনমের মতে, অবসর বা ছুটি কাটাতে এই জায়গাটি অতুলনীয়। ছবি সৌজন্য সোনম কপূরের ইনস্টাগ্রাম
সোনম জানিয়েছেন, সেখানকার তুষারৃত পর্বত ও জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য দেখে তিনি স্তম্ভিত। ছবি সৌজন্য সোনম কপূরের ইনস্টাগ্রাম
‘নীরজা’ অভিনেত্রী এই মুহূর্তে বলিউডের ব্যস্ততা থেকে বহু ক্রোশ দূরে। ছবি সৌজন্য সোনম কপূরের ইনস্টাগ্রাম
সোনম কপূরকে বলা হয় ‘বিউটি উইথ ব্রেন’। তিনি বই পড়তে ভীষণই ভালবাসেন। তাঁর ছবিগুলিও তিনি পোস্ট করেন যথাযথ বিবরণ দিয়ে.. ছবি সৌজন্য সোনম কপূরের ইনস্টাগ্রাম