আলোয় সেজে উঠেছে অনিল কপূরের বাড়ি, শুরু হয়ে গেল সোনমের বিয়ের তোড়জোড়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Apr 2018 07:59 AM (IST)
1
আসেন আরও কয়েকজন আত্মীয়। শোনা যাচ্ছে, ৭-৮ মে সোনম-আনন্দ বিয়ে করতে চলেছেন। (সব ছবি: মানব মঙ্গলানি)
2
মোহিতের সঙ্গে রয়েছেন তাঁর নববিবাহিত স্ত্রী। ফেব্রুয়ারিতে দুবাইতে বিয়ে করেন তাঁরা। এই বিয়ে উপলক্ষ্যেই শ্রীদেবী দুবাই যান, সেখানেই মৃত্যু হয় তাঁর।
3
আসছেন তাঁদের আত্মীয় মোহিত মারবাহ।
4
5
নীল আলোয় মায়াবী সোনমের বাবা অনিল কপূরের বাড়ি।
6
7
বিয়ের প্রস্তুতি দেখতে এসে পৌঁছন কর্ণ জোহরও।
8
দরজায় দাঁড়িয়ে সকলকে স্বাগত জানাচ্ছিলেন সোনমের ছোট ভাই হর্ষবর্ধন কপূর।
9
এখন যাঁরা আসছেন তাঁরা সকলেই খুব নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব।
10
সোনম কপূর ও আনন্দ আহুজা যে বিয়ে করতে চলেছেন তা সকলেরই জানা। গতকাল রাত থেকে অনিল কপূরের বাড়ি আত্মীয়স্বজন আসা শুরু হয়ে গিয়েছে।