হরিদ্বারে শ্রীদেবীর চিতাভস্ম বিসর্জন দিতে গিয়ে শিশুর মত কাঁদলেন স্বামী বনি কপূর
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২৮ তারিখ রাষ্ট্রীয় সম্মানে মুম্বইতে হয় তাঁর শেষকৃত্য।
২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে মারা যান বলিউড কাঁপানো অভিনেত্রী শ্রীদেবী।
পুরোহিত মশাই জানিয়েছেন, কপূর পরিবার বহুদিন ধরে হরিদ্বারের সঙ্গে যুক্ত। পরিবারের অন্যান্য প্রয়াতদের শেষ কাজও হয়েছে এখানে।
গোটা অনুষ্ঠান হয় হরিদ্বারের ভিআইপি ঘাটে। নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মত।
যতবার বনি ভেঙে পড়ছিলেন ততবার তাঁকে মানসিক জোর জোগাচ্ছিলেন অনিল। হরিদ্বারের আগে রামেশ্বরমের সমুদ্রেও বিসর্জিত হয় শ্রীদেবীর চিতাভস্ম।
পুজো করার সময় বার বার কেঁদে ফেলছিলেন তিনি।
গতকাল শ্রীদেবীর পরিবার হরিদ্বারের গঙ্গায় সমর্পণ করল তাঁর চিতাভস্ম। শেষকৃত্যের জন্য হরিদ্বারে যান তাঁর স্বামী বনি কপূর, দেওর অনিল কপূর, রাজনীতিক অমর সিংহ ও ঘনিষ্ঠ বন্ধু ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। স্ত্রীকে চিরতরে বিদায় দিতে এসে চোখের জল ধরে রাখতে পারেননি বনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -