৫১-এ পা শাহরুখের, জানব তাঁর সম্পর্কে কিছু তথ্য
গত কয়েক মাস ধরে একমুহূর্ত বিরতি না নিয়ে কাজ করে চলেছেন শাহরুখ। ‘রঈস’, ‘ডিয়ার জিন্দেগী’, এবং ইমতিয়াজ আলির পরবর্তী ছবি নিয়ে এখন ব্যস্ত কিং খান। তবে নিজের ব্যস্ত সময় থেকে কিছুমুহূর্ত বের করে জন্মদিনে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাদশা। তিনি এখন রয়েছেন আলিবাগে। এবার নিজের বাড়ি মান্নাতের সামনে সাংবাদিক বৈঠকও করেননি শাহরুখ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসমস্ত ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
অ্যাসিড আক্রান্ত রেশমার সঙ্গে শাহরুখ
কমল হাসান শাহরুখকে তাঁর ৫১ তম জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছেন।
বহু হলিউড তারকাকে পিছনে ফেলে শাহরুখকে বিশ্বের সবচেয়ে বড় মুভি স্টারের তকমাও দেওয়া হয়েছে।
বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের মধ্যে অন্যতম শাহরুখ।
ছোটপর্দাতে ফের ফিরে আসেন বাদশা। ‘কৌন বনেগা ক্রোড়পতির’ সঞ্চালকের ভূমিকায়। তারপর ‘কেয়া আপ পাঁচউি পাস সে তেজ হ্যায়’, বা ‘জোর কা ঝটকাতে’…ও তাঁকে সঞ্চালনার কাজে দেখা যায়।
এরপর রোম্যান্টিক ভূমিকায় আবির্ভূত হন শাহরুখ। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘মোহাবাঁতে’, ‘ভীর জারা’, ‘রব নে বনাদি জোড়ি’।
তারপর ‘ডর’, ‘বাজিগর’, ‘অনজম’ ছবিতে নেগেটিভ ভূমিকায় দেখা যায় বাদশাকে।
দুদশক কাজ করার পরও বলিউডের এখনও পর্যন্ত অন্যতম জনপ্রিয় নায়ক। যদিও তিনি তাঁর যাত্রা শুরু করেছিলেন ছোটপর্দা থেকে। ‘ফৌজি’, ‘সার্কাসে’ সাফল্যের পর তিনি আসেন বলিউডে। ‘আর্মি’ ছবিতে খুব ছোট ভূমিকাতে অভিনয় করলেও, ‘দিওয়ানা’ ছবির সৌজন্যে বহু দর্শককে নিজের দিওয়ানা করে ফেলেন শাহরুখ।
তাঁর পরবর্তী ছবি গৌরী সিন্দে-এর ‘ডিয়ার জিন্দেগী’। এমাসের শেষে মুক্তি পাবে এই ছবি।
এবছর শাহরুখের এখনও পর্যন্ত একটি ছবিই মুক্তি পেয়েছে। সেটা হল ‘ফ্যান’। তবে ‘অ্যায় দিল’....-এ তাঁকে অতিথি শিল্পী হিসেবে দেখতে পাওয়া গিয়েছে
শাহরুখ খান, বলিউড বাদশার আজ ৫১ তম জন্মদিন। প্রথমে এসআরকে কেরিয়ার শুরু করেছিলেন নেগেটিভ হিরোর চরিত্রে অভিনয় করে। তারপর তিনিই হয়ে যান রোম্যান্সের অবিতর্কিত নায়ক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -