শাহরুখ-গৌরীর বিয়ের ২৫ বছর, জেনে নেব তাঁদের সম্পর্কের কিছু অজানা কথা
শাহরুখ একসময় গৌরীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি মান্নাত একদিন কিনে দেবেন গৌরীকে। সেই প্রতিশ্রুতি অবশেষে রেখেছেন শাহরুখ।
শাহরুখের গৌরীর সঙ্গে দেখা হয়েছিল যখন গৌরী মাত্র ১৪ বছরের কিশোরী, শাহরুখ তখন ১৮।
১৯৯৭ সালে শাহরুখ-গৌরীর প্রথম সন্তান হয় আরিয়ান। পরে ২০০০ সালে সুহানার জন্ম দেন গৌরী। ২০১৩ সালে সারোগেসির মাধ্যমে শাহরুখ-গৌরীর জীবনে আসে আব্রাম।
শাহরুখ প্রথমে মুম্বই এসে গৌরীকে নিয়ে সান অ্যান্ড স্যান্ড হোটেলে ওঠেন। তাঁদের সেখানে দু রাত থাকার প্রস্তাব দেন বিবেক ভসওয়ানি। পরে ‘গুড্ডু’ ছবি করে যে পারিশ্রমিক পান শাহরুখ সেখান থেকে তিরিশ লক্ষ টাকার বিনিময় কার্টার রোডে প্রথম ফ্ল্যাট কেনেন শাহরুখ-গৌরী।
শাহরুখের মা তাঁকে অনুপ্রেরণা দেন তাঁর প্রেমকে খুঁজে বের করার বিষয়।
গৌরীকে পরে সারা শহর খুঁজে বেড়ান শাহরুখ। অবশেষে সমুদ্র সৈকতে একদিন তাঁদের ফের দেখা হয়। শোনা যায় শাহরুখ এতটাই পজেজিভ ছিলেন যে গৌরীকে চুল খুলেও কোথাও বেরোতে দিতেন না।
শোনা যায় শাহরুখ মারাত্মক পজেজিভ ছিলেন। বাদশার অতিরিক্ত মাত্রার পজেজিভনেস গৌরীকে বাধ্য করে শাহরুখের থেকে পালিয়ে যেতে।
শাহরুখ একসময় এক সাক্ষাত্কারে বলেছিলেন, গৌরীকে তাঁর প্রথম দেখে ভাল লেগেছিল কারণ, তিনি শারীরিকভাবে খুবই আকর্ষণীয়
এখন তাঁরাই হলেন বলিউডের অন্যতম প্রভাবশালী দম্পতি।
১৯৯১ সালের ২৫ অক্টোবর চার হাত এক হয়েছিল শাহরুখ-গৌরীর
বলিউড বাদশা শাহরুখ খান এবং গৌরী তাঁদের বিবাহিত জীবনের ২৫ বছর পূর্ণ করলেন ২৫ অক্টোবর।