এক ভারতীয়র সাহায্যেই ভারতীয় দলকে ঘায়েল করলেন স্টিভ ও’কিফ!
পুণেতে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ভারতের প্রথম ইনিংসের সময় বল করতে এসে প্রথম স্পেলে উইকেট পাননি ও’কিফ। সেই সময় তাঁকে পরামর্শ দেন শ্রীধরণ। এরপরেই বিধ্বংসী হয়ে ওঠেন ও’কিফ
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৫ সাল থেকে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যুক্ত শ্রীধরণ। তিনি গত বছরের টি-২০ বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার সঙ্গে ছিলেন। চলতি ভারত সফরেও তাঁর পরামর্শেই প্রথম টেস্টে অসাধারণ পারফরম্যান্স দেখালেন অজি স্পিনাররা
অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথও বোলিং পরামর্শদাতা শ্রীধরনের প্রশংসা করেছেন
শ্রীধরণকে অসাধারণ বোলিং কোচ বলে উল্লেখ করেছেন ও’কিফ
পুণেতে ভারতকে হারানোর পর শ্রীধরণকে ধন্যবাদ জানিয়েছেন ও’কিফ
চমকপ্রদ ঘটনা হল, ও’কিফের এই অসাধারণ পারফরম্যান্সে এক ভারতীয়র অবদান আছে
ভারতের প্রাক্তন বাঁ হাতি স্পিনার শ্রীধরণ শ্রীরাম এখন অস্ট্রেলিয়ার বোলিং পরামর্শদাতা। তিনিই অজি স্পিনারদের ভারতের পিচে বোলিংয়ের কৌশল শেখাচ্ছেন
১৩ বছর পরে ভারতের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। পুণেতে এই জয়ে সবচেয়ে বড় অবদান বাঁ হাতি স্পিনার স্টিভ ও’কিফের। তিনি প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট নিয়েছেন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -