সামরিক শক্তিতে ভারতের কাছে ‘বামন’ পাকিস্তান
ভারতের হাতে রয়েছে অগ্নি ৫ ক্ষেপনাস্ত্র, যার পাল্লা ৫ হাজার কিলোমিটার। পাকিস্তানের হাতে রয়েছে শাহিন ৩ ক্ষেপনাস্ত্র, যার পাল্লা মাত্র ২,৭৫০ কিলোমিটার। সবমিলিয়ে ভারত সামরিক শক্তিতে পাকিস্তানের থেকে অনেক বেশি শক্তিশালী। ( নীরজ রাজপুত, ডিফেন্স করেসপন্ডেন্স, এবিপি আনন্দ)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্যদিকে ভারতীয় নৌবাহিনীর হাতে রয়েছে দু-দুটি এয়ারক্র্যাফ্ট কেরিয়ার
পাকিস্তানের নৌসেনার কাছে কোনও এয়ারক্র্যাফ্ট কেরিয়ার বা পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন নেই।
ভারতীয় বায়ুসেনা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিমানবাহিনীর মধ্যে অন্যতম।
ভারতীয় বায়ুসেনার কাছে রয়েছে এক হাজারের বেশি যুদ্ধবিমান। পাকিস্তানের বায়ুসেনার কাছে রয়েছে মাত্র ৬০০ টি।
ভারতীয় সেনার কাছে রয়েছে সবচেয়ে শক্তশালী সুপারসনিক মিসাইল ব্রহ্মস। এই মিসাইল বিশ্বে অন্য কোনও দেশের হাতে নেই।
ভারতের সেনা সংখ্যা প্রায় ১৩.৫ লক্ষ। বিশ্বের তৃতীয় সর্ববৃহত্ সেনাবাহিনীর অধিকারী ভারত। অন্যদিকে, পাকিস্তানের সেনা সংখ্যা মাত্র ৬.৫ লক্ষ।
ভারতের সামনে পাকিস্তানের শক্তিই বা কতটা ?
সেই সঙ্গে জেনে নেওয়া যাক, ভারতের নৌবাহিনী ও বায়ুসেনা পাকিস্তানকে কতটা নাস্তানাবুদ করে ছাড়বে।
জেনে নেওয়া যাক, পাকিস্তানের তুলনায় ভারতের সেনাবাহিনী কতটা শক্তিশালী? স্থল সেনাবাহিনীই বা কতটা পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে সক্ষম..?
উরিতে সেনা ঘাঁটিতে জঙ্গিদের দিয়ে হামলা চালিয়ে ভারতের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। এই হামলায় ১৮ জন সেনা জওয়ান শহিদ হয়েছেন। সারা দেশে এই কাপুরুষোচিত হামলার যোগ্য জবাব দেওয়ার দাবি উঠেছে। এখন প্রশ্ন, যদি যুদ্ধ হয়, তাহলে কী হবে.... ?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -