ভারতীয় নৌসেনার সাবমেরিন আইএনএস খান্দেরির উদ্বোধন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jan 2017 08:46 PM (IST)
1
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে। নৌসেনা প্রধান অ্যাডমিরাল লানবা এবং এমডিএল-এর সিএমডি কমোডোর আনন্দ।
2
ফরাসি সংস্থা ডিসিএনএস-এর থেকে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারত ৬টি অত্যাধুনিক সাবমেরিন তৈরি করছে।
3
সাবমেরিনটি তৈরি হয়েছে মুম্বইয়ের মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেডে (এমডিএল)।
4
জলে নামল স্করপিন ক্লাসের দ্বিতীয় সাবমেরিন আইএনএস খান্দেরি। এর আগে প্রথম সাবমেরিন আইএনএস কলাবরী। বর্তমানে সি-ট্রায়ালে রয়েছে।