সারা থেকে রণবীর, রোহিত, কাজল, সবাই সামিল সিম্বার সাকসেস পার্টিতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Jan 2019 07:34 PM (IST)
1
রোহিত শেট্টি পার্টিতে আসেন নিজে গাড়ি চালিয়ে
2
কাজলকে বেশ স্টাইলিশ দেখাচ্ছিল এই পোশাকে
3
সারা আলি খান- এর দ্বিতীয় ছবি সিম্বা
4
এখনও স্বমহিমা বক্স অফিস মাতাচ্ছে সিম্বা
5
এই সাফল্যের বিশেষ উদযাপন হওয়াই উচিত
6
সারা আলি খান ও কর্ণ জোহরকে দেখা গেল সেলফি তুলতে
7
১০ দিনে ১৭৫ কোটির ব্যবসা করেছে সিম্বা
8
ছবিতে দেখা যাচ্ছে কর্ণ জোহর, রোহিত শেট্টি ও রণবীর সিংহকে আশীর্বাদ করছেন দীপিকা। আপলোড হবার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ছবিটি।
9
রণবীর সিংহ যথারীতি উপস্থিত হয়েছিলেন তার নিজস্ব স্টাইলে।
10
সারা আলি খানকে বেশ উৎসাহিত আর খুশি দেখাচ্ছিল।
11
অজয় দেবগণ এসেছিলেন স্ত্রী কাজলের সঙ্গে।
12
অক্ষয় কুমার আর অজয় দেবগণের ক্যামিও চরিত্র ছবিতে সবার মন কেড়েছিল। এদিন পার্টিতেও উপস্থিত ছিলেন তারা।
13
রণবীর সিংহ ও সারা আলি খান অভিনীত সিম্বা-র সাফল্যে পার্টির আয়োজন করে সিম্বার গোটা টিম।