১৮-য় পড়েছেন সুহানা, দেখুন তাঁর গ্ল্যামারাস ছবি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিছুদিন আগে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দর সঙ্গে সুহানার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মুকেশ অম্বানির ভাবী পুত্রবধূ শ্লোকা মেহতাও ছবিতে রয়েছেন।
এখন বিদেশে পড়াশোনা করছেন তিনি।
তাঁর ট্র্যাডিশনাল লুকের ছবিও সোশ্যাল মিডিয়ায় রয়েছে।
শাহরুখের কথায় পরিষ্কার, আগেও এ ধরনের নাইট আউট সুহানার পছন্দ ছিল। কিন্তু ১৮ বছর বয়স হওয়ার পরেই ছবিগুলি সামনে আসছে।
মনে করা হচ্ছে, বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলছেন সুহানা। তাঁর এই নতুন ছবিটি সম্ভবত তোলা হয়েছে কোনও ডিস্কো বা ক্লাবে।
শাহরুখ লেখেন, আমি জানি, সব মেয়ের মত তুমিও বরাবর উড়তে চেয়েছিলে। আর এখন তুমি সেই সমস্ত কিছু করতে পারবে যা ১৬ বছর বয়স থেকে করতে চেয়েছিলে।
২২ তারিখ তাঁর জন্মদিন ছিল। শাহরুখ মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান তাঁকে।
অল্পদিন আগে ১৮-য় পা দিয়েছেন শাহরুখ খানের মেয়ে সুহানা। তাঁর বেশ কিছু ছবি এখন ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -