মদিনায় মহম্মদের মসজিদের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ, জানাল সৌদি সংবাদমাধ্যম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jul 2016 11:03 AM (IST)
1
2
3
4
আর একজন আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটায় জেড্ডার মার্কিন কনস্যুলেটের কাছে, আহত হন ২ নিরাপত্তা কর্মী
5
সংখ্যালঘু শিয়া অধ্যুষিত উপসাগরীয় বন্দর এলাকা কাতিফের বাসিন্দারা জানাচ্ছেন, এক আত্মঘাতী বোমারু মসজিদের সামনে বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়
6
এছাড়া সৌদিরই আরও দু’জায়গায় এদিন বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয় ২ আত্মঘাতী জঙ্গি। আগেও সৌদি টার্গেট করে আইএসের সুন্নি জিহাদিরা
7
আল আরাবিয়ার খবর, নিরাপত্তারক্ষীদের পার্কিং এরিয়ায় বিস্ফোরণ হয়
8
সৌদি মালিকানাধীন আল আরাবিয়া নিউজ চ্যানেলে দেখা গেছে, কীভাবে পার্কিং লটে দাউ দাউ করে জ্বলছে আগুন, অন্তত ১জনের দেহ উদ্ধার হয়েছে
9
সৌদি আরবের মদিনায়, মুসলিমদের অন্যতম পবিত্রস্থল হজরত মহম্মদের মসজিদের ঠিক বাইরে আত্মঘাতী বিস্ফোরণ, জানাল স্থানীয় সংবাদমাধ্যম