বিমানে হঠাৎ সানি লিওনের সঙ্গে দেখা হল খলির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jul 2016 10:46 PM (IST)
1
একই বিমানে সফর করছিলেন সানি লিওন এবং ডব্লু ডব্লু ই চ্যাম্পিয়ন দ্য গ্রেট খলি। খলিকে দেখেই তাঁর কাছে এসে ছবি তোলার আবদার করেন সানি। নিরাস করেননি খলি। ছবি তুলেই তা পোস্ট করেন সানি লিওন। লেখেন, ছোটবেলার স্বপ্নপূরণ হল।
2
3
4
5
6
আগামী ২০১৭-র ৭ এপ্রিল মুক্তি পেতে পারে সিনেমাটি।
7