বিবিসি-র ‘১০০ সবচেয়ে প্রভাবশালী মহিলা’ তালিকায় সানি লিওন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Nov 2016 10:42 PM (IST)
1
তালিকায় সানি লিওন ছাড়া আর যে চার ভারতীয় মহিলা রয়েছেন, তাঁরা হলেন -- গৌরী চিন্দরকর, মল্লিকা শ্রীনিবাসন, নেহা সিংহ এবং সালুমরদা থিম্মকা।
2
তার পর ‘জিসম ২’, ‘জ্যাকপট’ এবং ‘এক পহেলী লীলা’ ছবিতে অভিনয় করেন।
3
গত পাঁচ বছর ধরে বলিউডে সক্রিয় সানি লিওন। ২০১১ সালে ‘বিগ বস’-এ অংশগ্রহণ করে বলিউডে পা রাখেন সানি লিওন
4
এই তালিকায় রয়েছেন অন্ত্রেপ্রেনিওর, ইঞ্জিনিয়ার, ক্রীড়াবিদ, ব্যবসায়ী এবং ফ্যাশন জগতের সঙ্গে জড়িত বহু বিশিষ্ট মহিলা।
5
বলিউড অভিনেত্রী সানি লিওনকে তাদের ‘১০০ সবচেয়ে প্রভাবশালী মহিলা’ তালিকায় অন্তর্ভুক্ত করল বিবিসি। সানি ছাড়াও, ওই তালিকায় রয়েছেন আরও চার ভারতীয় মহিলা।