ছবিতে দেখুন---সানি লিওন এবার রোমান্স করবেন আরবাজ খানের সঙ্গে!
রিয়েল লাইফে তাঁর রোমান্স চলবে স্ত্রী মালাইকার সঙ্গে। সব ছবি-সোলারিজ ইমেজ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতার মধ্যেই শোনা যাচ্ছে, রিল লাইফে সানি লিওনের সঙ্গে রোমান্স করবেন আরবাজ।
তার মানে আবার আরবাজ-মালাইকাকে হাসি হাসি মুখে দেখা যাবে।
তাঁকে নাকি দুজনে বুঝিয়েছেন, আরবাজকে ছেড়ে দিও না। বরং যা হয়েছে, ভুলে গিয়ে নতুন করে শুরু করো। জীবন তো একটাই।
তারপরই মন গলেছে মালাইকার।
মালাইকাকে নাকি বুঝিয়েছেন তাঁর বোন অমৃতা ও তাঁদের মা।
শোনা যাচ্ছে, মালাইকা তালাকের পর পদবী থেকে ‘খান’ ছেঁটে ফেলবেন। তবে একটি সূত্রে এমনও শোনা যাচ্ছে যে, আরবাজ ও মালাইকা নাকি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন। মুম্বই মিরর-এর খবর, আপস করতে রাজি হয়েছেন মালাইকা। তিনি আরবাজ ও তাঁর পরিবারের সঙ্গেই থাকবেন।
দুজনেই মিডিয়াকে অনুরোধ করেছেন, বিচ্ছেদ হলেও আগামী দিনে আমাদের পরস্পরের প্রতি কী মনোভাব হবে, সেটা আমাদেরই ঠিক করতে দিন। আমাদের একটু সময় দিন। রেহাই দিন। তাহলে কৃতজ্ঞ থাকব।
আরবাজ-মালাইকার বিচ্ছেদের খবর নিয়ে সরগরম ছিল বলিউড। দুজনেই বিবৃতি দিয়ে বিচ্ছেদের খবর স্বীকার করেছেন।
সানি লিওন, আরবাজ খানের আগামী ফিল্মের ছবি এগুলি। ছবির নাম—তেরা ইনতেজার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -