শহিদ জওয়ানের পরিবারের পাশে অক্ষয়কুমার, করলেন ৯লাখ টাকা অর্থসাহায্য
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅক্ষয় আরও বলেছেন, সীমান্তে যাঁরা প্রাণ দিচ্ছেন, তাঁদের কথা ভাবুন। ১৯জন জওয়ান শহিদ হয়েছেন। ২৪ বছরের এক যুবক বারামুলায় শহিদ হয়েছেন। তাঁদের বর্তমান ও ভবিষ্যতের চিন্তা হয় আমার। ওঁরা আছেন বলেই আমি আছি। আপনারা আছেন। ওঁরা আছেন তাই ভারতবর্ষ আছে।
তাতে তিনি বলেন, আজ আমি আপনাদের সঙ্গে সেলিব্রিটি হিসেবে কথা বলছি না। এক সেনাকর্মীর ছেলে হিসেবে কথা বলছি। কিছুদিন ধরে আমার দেশবাসীকে নিজের লোকের সঙ্গে ঝগড়া করতে দেখছি আমি। সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাওয়া হচ্ছে। কেউ আবার বলছে, প্রমাণ দেওয়ার দরকার নেই। কেউ প্রশ্ন করছে, যুদ্ধ হবে কি না। আপনাদের লজ্জা হওয়া উচিত। এ নিয়ে অশান্তি পরে করবেন।
যেভাবে রাজনীতিকরা সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়েছিলেন, তাতে ক্ষুব্ধ এই অভিনেতা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন।
শেষ ৩ বছরে অক্ষয়ের অভিনীত ছবি দেখেই তাঁর দেশভক্তির আন্দাজ পাওয়া যায়। তা সে ‘হলিডে’-ই হোক, বা ‘বেবি’, ‘এয়ারলিফট’ বা ‘রুস্তম’।
অক্ষয়ের বাবা সেনাবাহিনীতে ছিলেন। শহিদদের নিয়ে দেশে যখন রাজনীতি চলছিল, তখন তিনি টুইটারে ভিডিও পোস্ট করে শহিদদের সম্মান করার আবেদন জানান।
নিজে যেমন সাহায্য করেন, তেমন অক্ষয় চান, গোটা দেশ এসে দাঁড়াক এই জওয়ানদের পাশে। এ জন্য একটি অ্যাপ তৈরির কথা বলেছেন তিনি, যাতে যে কোনও মানুষ শহিদ জওয়ানের পরিবারের পাশে দাঁড়াতে পারেন। ওই অ্যাপে শহিদ জওয়ানের পরিবার ও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের খবর থাকবে।
কিছুদিন আগেও অক্ষয় সেনা তহবিলে ৮০ লাখ টাকা দিয়েছেন। কাশ্মীরে শহিদ বিএসএফ জওয়ান গুরনাম সিংহের পরিবারকে দিয়েছেন ৯লাখ টাকা।
অল্পদিন আগে অক্ষয় নিজের বিমানে করে জম্মুতে বিএসএফ জওয়ানদের সঙ্গে দেখা করতে যান। জওয়ানদের তিনি বলেন, ছবিতে আমরা নকল বন্দুক নিয়ে খেলি, আপনারা খেলেন আসল বন্দুক দিয়ে। আপনারাই দেশের প্রকৃত নায়ক। আপনাদের হৃদয় অনেক বড়, আমার ছোট।
শহিদ জওয়ানের স্ত্রীর সঙ্গে কথা বলে তাঁকে সমবেদনা জানান অক্ষয়। পরিবারটিকে তিনি ৯লাখ টাকা অর্থসাহায্য করেছেন বলে খবর। নরপত সিংহের বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী ও তিন মেয়ে।
সংবাদমাধ্যম জানাচ্ছে, অসমে জঙ্গি হামলায় শহিদ জওয়ান নরপত সিংহের পরিবারকে অক্ষয়কুমার ৯লাখ টাকা অর্থসাহায্য করেছেন। দিনকয়েক আগে তিনসুকিয়ায় আলফা জঙ্গি হামলায় শহিদ হন ওই জওয়ান।
অক্ষয়কুমারের দেশভক্তি নিয়ে প্রশ্ন ওঠে না। শেষ কয়েক বছরে তাঁর বেশিরভাগ ছবি দেশপ্রেমের কথা বলেছে। তেমনই কাউকে কিছু না জানিয়ে, কোওরকম প্রচারের অপেক্ষা না করে জওয়ানদের সাহায্য করেছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -