'আম্মার' আরোগ্য কামনায় প্রার্থনা, যজ্ঞ জয়ললিতার অনুগামী, ভক্তদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Dec 2016 06:42 PM (IST)
1
2
জয়ললিতার শারীরিক অবস্থার কথা জানার পর, হাসপাতাল চত্বরে ভিড় করেছেন এআইএডিএমকে সমর্থকরা।
3
'আম্মা'-র আরোগ্য কামনায় তাঁর তামাম ভক্তকূল
4
সকলের একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন জয়ললিতা।
5
এরমধ্যে এক ভক্ত আত্মহত্যা করেছেন বলে খবর মিলেছে।
6
বহু জায়গায় চলছে পূজা, প্রার্থনা। অনেকে করছেন যজ্ঞ।
7
হাসপাতালের সামনে ভিড় করেছেন তাঁর অনুগামীরা।
8
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।