দেখুন, রিচি বেনোর ৫৮ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন লাকমল
এর আগে ১৯৫৯ সালে ফিরোজ শাহ কোটলায় ভারতের বিরুদ্ধে টেস্টে ৩.৪ ওভার বল করে কোনও রান না দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার রিচি বেনো
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামীকাল ভারতীয় দলের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
টেস্টের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার ম্যাচের কোনও একদিনের খেলায় কোনও রান না দিয়ে তিন উইকেট নিলেন কোনও বোলার
আজ ৬ ওভার বল করে কোনও রান না দিয়ে তিন-তিনটি উইকেট নিয়ে নজির গড়েছেন লাকমল
আজ বৃষ্টির জন্য মাত্র ১১.৫ ওভার খেলা হয়। সবুজ পিচ ও বৃষ্টিভেজা পরিবেশের সুযোগ পুরোমাত্রায় নেন লাকমল
লাকমলের এই দুর্দান্ত পারফরম্যান্সের পর টিম ইন্ডিয়াকে ২০০ রানের মধ্যে বেঁধে ফেলাই লক্ষ্য বলে জানিয়েছেন শ্রীলঙ্কার পেস-বোলিং কোচ রুমেশ রত্নায়েকে
লাকমলের অবিশ্বাস্য স্পেলে ভারতীয় দল মাত্র ১৭ রানে ৩ উইকেট হারিয়ে বেকায়দায়
ইডেনে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন বল হাতে আগুন ঝরালেন শ্রীলঙ্কার পেসার সুরঙ্গা লাকমল। তিনি কোনও রান না দিয়েই নিলেন তিনটি উইকেট
- - - - - - - - - Advertisement - - - - - - - - -