দেখুন, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে আফ্রিদির ট্যুইটের জবাবে কী বললেন সুশীল কুমার
লন্ডন অলিম্পিকে রুপো পাওয়া কুস্তিগীর যোগেশ্বর দত্ত বরাবরই জাতীয়তাবাদী অবস্থান নেন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর ট্যুইট করে শান্তি বজায় রাখার আবেদন জানান পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তাঁকে জবাব দিলেন সুশীল কুমার।
আফ্রিদি যখন শান্তির পক্ষে সওয়াল করছেন, ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ তখন ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছেন।
ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালও সেনা জওয়ানদের প্রশংসা করেছেন।
অপর এক প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফও ভারতীয় সেনাবাহিনীর সমর্থনে এগিয়ে এসেছেন।
ভারত ও পাকিস্তানের ক্রীড়াবিদরাও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সরব হয়েছেন।
গতকাল থেকেই ভারত ও পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। সীমান্তে যেমন উত্তেজক পরিস্থিতি, সোশ্যাল মিডিয়াতেও তেমনই দু দেশের নাগরিকদের কথার লড়াই চলছে।
ক্রিকেটার হরভজন সিংহও সার্জিক্যাল স্ট্রাইকের পর আনন্দ প্রকাশ করেছেন।
সাহসিকতার জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছেন যোগেশ্বর।
ট্যুইটারে শুধু স্মাইলি দিয়ে সেনাবাহিনীর প্রশংসা করেছেন হরভজন।
অলিম্পিকে দু বার পদকজয়ী সুশীল নাম না করে পাকিস্তানের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ের ফল ভাল হবে না।
ট্যুইট করে পাল্টা আঘাতের জন্য সেনাবাহিনীকে কৃতিত্ব দিয়েছেন সাইনা।
ট্যুইটারে কাইফ লিখেছেন, ভারতীয় সেনাবাহিনী সেরা।
ট্যুইটারে মজার ছলে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য জওয়ানদের তারিফ করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -