জল্পনা উস্কে লন্ডনে বছরের শেষদিন একসঙ্গে উদযাপন করলেন সুশান্ত সিংহ রাজপুত ও কৃতি শ্যানন!
দুজনেই এখন ‘রবতা’-র মুক্তির দিকে তাকিয়ে রয়েছেন। (ছবি সৌজন্যে- INSTAGRAM/ SUSHANT SINGH RAJPUT)
সুশান্তকে খুব শীঘ্রই হোমি আদাজানিয়ার ‘তাকাদুম’ সিনেমায় পরিণীতি চোপড়ার বিপরীতে দেখা যাবে। আর কৃতী সদ্যই ‘বেরিলি কি বরফি’ ছবির শ্যুটিং শেষ করলেন।
ছবি শেয়ার করে ক্যাপশনে সুশান্ত সিংহ লিখেছেন- মনডে ইস দ্য ডে উই রোল..!!
‘এমএস ধোনি’ সিনেমার তারকা একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাঁকে ও কৃতীকে দেখা যাচ্ছে। ‘রবতা’-র প্রযোজক দীনেশ ভিজ্জান ও তাঁর বোন পূজার সঙ্গে তাঁরা লন্ডনে বর্ষবরণ উত্সবে সামিল হন বলে জানা গেছে।
‘রবতা’ সিনেমার দুই সহশিল্পী সুশান্ত সিংহ রাজপুত ও কৃতী শ্যাননের সম্পর্ক নিয়ে জল্পনা দীর্ঘদিনের। কিন্তু দুজনেই বেশ কয়েকবারই এই জল্পনা খারিজ করেছেন। কিন্তু এবার সেই জল্পনার আগুনে ঘৃতাহুতি পড়ল। মনে হচ্ছে, তাঁর পূর্বেকার সম্পর্ক ভুলে নতুন বছরে নয়া ইনিংস শুরু করতে চলেছেন সুশান্ত সিংহ রাজপুত।