সুশান্ত সিংহ রাজপুত ও তাঁর ‘বান্ধবী’ রিয়া চক্রবর্তীর মুভি ডেট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Sep 2019 12:52 PM (IST)
1
সব ছবি: মানব মঙ্গলানি
2
শোনা যাচ্ছে, সুশান্ত নাকি তাঁকে জন্মদিনে প্ল্যাটিনাম পেনডেন্ট দিয়েছেন।
3
১ জুলাই রিয়ার জন্মদিন ছিল। তিনি সেলিব্রেট করেন সুশান্ত ও বন্ধুবান্ধবের সঙ্গে।
4
রিয়া শিগগিরই শুরু করবেন তাঁর আগামী ছবির চেহরে-র দ্বিতীয় ভাগের শ্যুটিং।
5
সুশান্তের ছিছোড়ে ছবিটি অল্পদিন আগে মুক্তি পেয়েছে। তাঁর বিপরীতে রয়েছেন শ্রদ্ধা কপূর। বক্স অফিসে ভালই চলছে ছিছোরে।
6
শোনা যাচ্ছিল, সুশান্ত নাকি রিয়াকে বিয়ে করতে উঠে পড়ে লেগেছেন। যদিও কাই পো চে নায়ক অস্বীকার করেছেন সব গুজব।
7
সুশান্ত সিংহ রাজপুত ও রিয়া চক্রবর্তীর প্রেম নিয়ে বলিউডে কিছুদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছে। এবার তাঁদের দেখা গেল মুম্বইয়ের এক সিনেমা হলে।