বিয়ে করলেন ছোট ভাই রাজীব, উচ্ছ্বসিত সুস্মিতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jun 2019 08:14 AM (IST)
1
সব ছবি: ইনস্টাগ্রাম
2
জনপ্রিয় টেলিভিশন অভিনেতা নীল ভট্টের সঙ্গে নবদম্পতি।
3
4
5
ভাই ও ভ্রাতৃবধূর সঙ্গে সুস্মিতা। রয়েছেন তাঁর দুই দত্তক কন্যা রেনে ও আলিশা এবং বয়ফ্রেন্ড রহমান শাল।
6
চারু টেলিভিশন অভিনেত্রী। বিক্রম বেতাল কি রহস্য গাথা-য় দেখা যায় তাঁকে।
7
প্রেমিকা চারু অসোপাকে বিয়ে করেছেন তিনি।
8
নবদম্পতির সঙ্গে সুস্মিতা। তাঁদের বাবা মাও রয়েছেন ছবিতে।
9
গতকাল বিয়ে করলেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন।