প্রেমিক ও দুই মেয়েকে নিয়ে বিদেশে ছুটি কাটাতে চললেন সুস্মিতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Feb 2019 02:06 PM (IST)
1
আর একটি পোস্টে তিনি লেখেন, বিয়ে ধারণাটাই ভুলভাল। আমি তোমাকে ভালবাসি তাই এই সম্পর্কে সরকারকে যুক্ত করতে চাই যাতে তুমি আমাকে ছেড়ে যেতে না পার।
2
অল্পদিন আগে সুস্মিতা ইনস্টাগ্রামে লেখেন, বিয়ে করবেন না তিনি, তবে রহমানের সঙ্গে জীবন ভালই কাটছে।
3
রহমান সুস্মিতার থেকে ১৬ বছরের ছোট। তবে তাঁদের রসায়ন দুর্দান্ত।
4
ছোট আলিশার সঙ্গে।
5
বিমানবন্দরে বড় মেয়ে রেনের সঙ্গে সুস্মিতা।
6
সুস্মিতার সঙ্গে নানা জায়গায় দেখা গিয়েছে রহমানকে।
7
প্রেমিক ও দুই মেয়েকে নিয়ে বিদেশে ছুটি কাটাতে চললেন সুস্মিতা