কিসের প্রতি ‘দুর্বল’ হলেন স্বরা ভাস্কর? জানুন
এর মধ্যেই স্বরা ভাস্করের আরও কিছু ছবি...
এই ছবি বক্স অফিসে কেমন আয় করে, সেটাই দেখার।
এই ছবি নিয়ে দুজনই আশাবাদী। আগামী ২৪ তারিখ ছবিটি মুক্তি পাবে।
অনিনাশ দাস পরিচালিত ছবি আনারকলিতে স্বরা প্রধান ভূমিকায় অভিনয় করছেন।
ওই ড্রেস পরেই তিনি হোলির একটি প্রোমোতে অংশ নেন
সম্প্রতি, তাঁর আসন্ন ছবি ‘আনারকলি আরাবলী’-র একটি অনুষ্ঠানে তাঁকে কালো ড্রেসে দেখা যায়। আবার তাঁকে অন্য একটি অনুষ্ঠানেও আরেকটি কালো ড্রেস পরতে দেখা গিয়েছে। যারপরই, বলিউডে জোর কানাঘুষো, কালো ড্রেসের প্রতি কোনও দুর্বলতা রয়েছে স্বরার?
এমনিতে স্বরা ভাস্কর ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল সাইটে বেশ অ্যাক্টিভ। হামেশাই দেখা যায়, নিজের মতামত ও ছবি শেয়ার করছেন তিনি।
পাশাপাশি, ‘রঞ্ঝনা’ বা ‘তনু ওয়েডস মনু’ ছবিতে পার্শ্বচরিত্রের ভূমিকায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।
‘নীল বটে সন্নাটা’ ছবিকে একক কৃতিত্বে টেনে নিয়ে গিয়েছেন এই প্রতিভাবান অভিনেত্রী।
বিহারের অভিনেত্রী স্বরা ভাস্করকে কে না চেনেন।