ল্যাকমে ফ্যাশন সপ্তাহ: মার্জার সরণিতে আয়ুষ্মান খুরানার ক্যানসার আক্রান্ত স্ত্রী তাহিরা
গত বছর তাহিরার ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে। প্রথমে তা ছিল জিরো স্টেজের ক্যানসার কিন্তু চিকিৎসায় সারেনি। ফের শরীরে ক্যানসার ছড়িয়েছে তাঁর।
তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
২০০৮-এ বিয়ে করেছেন আয়ুষ্মান-তাহিরা।
বিশ্ব ক্যানসার দিবসে নিজের এই ছবিটি পোস্ট করেছেন তাহিরা।
আগে তিনি ভাবতেন, র্যা ম্পে হাঁটতে কেমন লাগে। এখন বুঝতে পারছেন, এত চোখের সামনে হাঁটার অভিজ্ঞতা কী দুর্দান্ত।
তাহিরা ছবি শেয়ার করে লিখেছেন, প্রথমবার র্যা ম্প ওয়াক করছেন, তাই তাঁকে বলা হয়েছিল বেশি না হাসতে। কিন্তু এত ভাল লাগছিল তাঁর, যে না হেসে পারেননি।
এই প্রথম র্যা ম্পে হাঁটলেন তাহিরা। কিন্তু তাঁকে দেখে তা বোঝা যায়নি।
আয়ুষ্মার খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপের ব্রেস্ট ক্যানসার হয়েছে। কেমোতে সব চুল উঠে গিয়েছে তাঁর। কিন্তু আত্মবিশ্বাসে ঘাটতি পড়েনি এতটুকু। ল্যাকমে ফ্যাশন সপ্তাহে মার্জার সরণিতে দেখা গেল তাঁকে।