এক সঙ্গে নবরাত্রি পালন করল তৈমুর ও ইনায়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Oct 2018 08:07 AM (IST)
1
2
3
4
দেখুন অনুষ্ঠানে যোগ দেওয়া ছোটদের ছবি।
5
ধুতি পাঞ্জাবিতে সেজে গুজে চলে এসেছিল তুষার কপূরের ছেলে লক্ষ্য।
6
তাদের প্লে স্কুলে নবরাত্রি উপলক্ষ্যে ছোটদের ডান্ডিয়া নাচের অনুষ্ঠান করা হয়।
7
সম্পর্কে তৈমুর-ইনায়া ভাইবোন। এর আগে রাখীবন্ধনের দিন পুঁচকে ইনায়া দাদার হাতে রাখি বেঁধে দেয়। এবার নবরাত্রিতেও তাদের দেখা গেল এক সঙ্গে।
8
সেফ আলি খান ও করিনা কপূরের ছেলে তৈমুর ও কুনাল খেমু আর সোহা আলি খানের ছেলে ইনায়া এক সঙ্গে পালন করন নবরাত্রির অনুষ্ঠান।