তামিল অভিনেত্রী নন্দিনীর স্বামী কার্তিকায়নের আত্মহত্যা, দায়ি করেছেন শ্বশুরবাড়ির লোককে
তবে কার্তিকায়নের স্ত্রী নন্দিনীর দাবি, তাঁর স্বামী সরকারি চাকরি দেওয়ার নাম করে বহু লোকের থেকে টাকা নিয়েছিলেন। তাঁরা এসে তাঁর কাছে টাকার জন্যে তাগাদা করা শুরু করেন। এরপরই নন্দিনী বাপেরবাড়ি চলে যান। তখনই তাঁকে কার্তিকায়ন আত্মহত্যা করার হুমকি দিতে থাকেন। এমনকি তাঁর অন্য একটি মেয়ের সঙ্গেও সম্পর্ক ছিল বলে জানান নন্দিনী। পরে সেই মেয়েটি আত্মহত্যা করলে, পুলিশ কার্তিকায়নকে গ্রেফতার করে। তবে এসব কথাই এতদিন নিজের মধ্যে চেপে রেখে ছিলেন নন্দিনী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর দেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। সেখানে কার্তিকায়ন তাঁর শ্বশুরকে তাঁর এই পরিণতির জন্যে দায়ি করেছেন।
তামিলনাড়ুর ছোটপর্দার অভিনেত্রী নন্দিনীর স্বামী কার্তিকায়ন আত্মহত্যা করেছেন। জানা গিয়েছে চেন্নাইয়ে একটি জিম চালাতেন তিনি। কার্তিকায়ন বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। চেন্নাইয়ের বিরুগামবাক্কমের একটি লজ থেকে কার্তিকায়নের দেহ উদ্ধার হয়
- - - - - - - - - Advertisement - - - - - - - - -