একদিনের ম্যাচে নতুন রেকর্ড গড়লেন তামিম ইকবাল
বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানও জিম্বাবোয়ের বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি ৯১ রান করেন। বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছে গিয়েছে
বাংলাদেশের হয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৬,০০০ রানও করে ফেলেছেন তামিম
কোনও একটি মাঠে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় কোনও ভারতীয় নেই। শারজায় ৪২ ম্যাচে ৪২ ইনিংসে ১,৭৭৮ রান করে এই তালিকায় ১২ নম্বরে আছেন
কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচে ৭০ ইনিংসে ২,৫১৪ রান করেন জয়সূর্য। তামিম মীরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ৭৪ ম্যাচে ৭৩ ইনিংসে ২,৫৪৯ রান করে সেই রেকর্ড ভেঙে দিলেন
এর আগে একদিনের আন্তর্জাতিক ম্যাচে কোনও একটি মাঠে সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল শ্রীলঙ্কার প্রাক্তন ওপেনার সনৎ জয়সূর্যর। সেই রেকর্ড ভেঙে দিলেন তামিম
মীরপুরে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলার সুবাদেই নয়া নজির গড়লেন তামিম
একদিনের আন্তর্জাতিক ম্যাচে নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। কোনও একটি মাঠে সবচেয়ে বেশি রান করলেন এই বাঁহাতি ব্যাটসম্যান