এক সময়ের উঠতি নায়িকা, এখন বিস্মৃতির অতলে, মুম্বই বিমানবন্দরে দেখা গেল প্রাক্তন এই ভারত সুন্দরীকে
দেখুন তাঁর আরও ছবি।
এক সময় শোনা যাচ্ছিল, গ্ল্যামার দুনিয়া অতীত, আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েছেন তনুশ্রী। কিন্তু তিনি এ বিষয়ে কখনও কিছু বলেননি।
শেষ ছবি অ্যাপার্টমেন্ট মুক্তি পায় ২০১০-এ। তারপর থেকে তাঁকে আর বলিউডে দেখা যায়নি।
তাঁকে ঘিরে বিতর্কও হয়েছে। হর্ন ওকে প্লিজ ছবিতে কাজ করার সময় তিনি নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন।
২০০৫-এ আশিক বনায়া আপনে ছবি দিয়ে তিনি বলিউডে এসেছিলেন। কিন্তু ছবির সঙ্গে সম্পর্ক নেই ৮ বছর।
জামশেদপুরের মেয়ে তনুশ্রী মডেলিংয়ে মন দেওয়ার জন্য প্রথম বর্ষের পর কলেজ ছেড়ে দেন। কিন্তু মিস ইন্ডিয়া হওয়ার পরেও শো বিজে তিনি তেমন কিছু করতে পারেননি।
ইনস্টাগ্রামে নিয়মিত নিজের ছবি পোস্ট করেন এই প্রবাসী বাঙালি। দেখুন তাঁর বদলে যাওয়া চেহারা।
এক সময় বলিউডের প্রতিশ্রুতিসম্পন্ন অভিনেত্রীদের মধ্যে গণ্য হত তাঁর নাম। এখনকার তনুশ্রীকে দেখলে আগের সেই নায়িকাকে চিনে ওঠা কঠিন।
চকোলেট ও আশিক বনায়া আপনে-র মত ছবির মাধ্যমে তিনি নজরে পড়েছিলেন বলিউডের। তারপর আচমকা হারিয়ে যাওয়া। দীর্ঘদিন পর মুম্বই বিমানবন্দরে দেখা গেল তনুশ্রী দত্তকে।