দেখুন, চোখের জলে বিদায় নিলেন বাস্তিয়ান সোয়েনস্টাইগার
আন্তর্জাতিক ফুটবল থেকে সরে গেলেও, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ক্লাব ফুটবলে খেলবেন সোয়েনস্টাইগার
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৩২ বছর বয়সি এই মিডফিল্ডার এবারের ইউরো কাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারের পরেই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নেন
মাত্র ২০ বছর বয়সে জাতীয় দলের হয়ে অভিষেক হয় সোয়েনস্টাইগারের৷ ১২১টি ম্যাচে তাঁর গোল ২৪টি৷ ২০১৪ বিশ্বকাপ জয়ে তিনি অন্যতম ভূমিকা নিয়েছিলেন
খেলা শুরু হওয়ার আগে এই মিডফিল্ডারকে সংবর্ধনা দেওয়া হয়। ৬৭ মিনিটে তিনি যখন মাঠ ছাড়েন, তখন দর্শকরা উঠে দাঁড়িয়ে করতালিতে বিদায় জানান
শেষ ম্যাচে জাতীয় দলের অধিনায়ক ছিলেন সোয়েনস্টাইগারই। তাঁর দল ২-০ গোলে ম্যাচ জিতে নেয়
ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন জার্মানির তারকা মিডফিল্ডার সোয়েনস্টাইগার। শেষ ম্যাচে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। চোখের জল বাঁধ মানেনি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -