ভারতের বাজারে এল ৮,৯৯০ টাকায় আকর্ষণীয় ক্যামেরা সহ স্মার্টফোন ক্যামোন আই
ক্যামোন আই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই ৩০ হাজার আউটলেটে পৌঁছে যাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ফোনে রয়েছে মিডিয়াটেক 6737এইচ কোয়াড-কোর গিগাহার্টর্জ প্রোসেসর ও ৩ জিবি র্যাম ও ৩১ জিবি ইন্টারন্যাল মেমোরি ।
টেকনো মোবাইলস ক্যামন রেঞ্জের মোবাইল ফোনের মাধ্যমে ভারতে স্মার্টফোনের বাজারে প্রথম পাঁচে উঠে আসতে আশাবাদী।
এই মোবাইলে স্ক্রিন ফ্ল্যাশ বা এলইডি ফ্ল্যাশের সঙ্গে ৮০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেলে সেলফি নেওয়া যায়। ৪ এক্স ফ্ল্যাশ সহ নর্মাল ক্যামেরায় নাইট শ্যুটে অন্ধকারেও ফটো তোলা যায়।
ক্যামোন সিরিজের এই ফোনের ভারতীয় বাজারে দাম ৮,৯৯০ টাকা। এতে রয়েছে ৫.৬৫ ইঞ্চি এইচডি স্ক্রিন। সঙ্গে 18:9 ফুল ভিউ আইপিএস ডিসপ্লে। এতে রয়েছে ডুয়েল ফ্ল্যাসের ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং কোয়াড এলইডি ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। দুই ক্যামেরাতেই রয়েছে f/2.0 অ্যাপারেচার।
ভারতের মোবাইল বাজারে চিনের মোবাইল কোম্পানিগুলির রমরমার খবর নতুন কিছু নয়। হং কংয়ের ট্রানসন হোল্ডিংস কোম্পানির অধীনস্ত সংস্থা টেকনো মোবাইলস সেলফি ক্যামেরা কেমন আই নিয়ে এল ক্যামোন আই স্মার্টফোন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -