তেলঙ্গানার ইব্রাহিমপুর, দক্ষিণ ভারতের প্রথম ‘ক্যাশলেস গ্রাম’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Dec 2016 10:19 AM (IST)
1
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিল ঘোষণার ৪০ দিনের মধ্যেই সম্পূর্ণ ক্যাশলেস গ্রামের মর্যাদা পেয়েছে ইব্রাহিমপুর গ্রাম।
2
গ্রামের প্রতিটি মানুষেরই রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। মানুষের মধ্যে ক্যাশলেস ট্রানজাকশন সম্পর্কে সচেতনতা বাড়াতে আরও উদ্যোগী হওয়ার বার্তা দিয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর।
3
গ্রামের প্রতিটি দোকানে রয়েছে সোয়াইপ মেশিন। রাস্তার ধারের দোকান থেকে ৫ টাকার চা কিনলেও, সেই দাম ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে দেন ক্রেতারা।
4
গ্রামের ১২০০ বাসিন্দাই ছোট বড় সব রকমের পেমেন্টের জন্য বেছে নিয়েছে ডিজিটাল মাধ্যমকে।
5
তেলঙ্গানার ইব্রাহিমপুর। দক্ষিণ ভারতের ছোট্ট এই গ্রামটিকে প্রথম 'ক্যাশলেস গ্রাম'-এর তকমা দিয়েছে রাজ্য সরকার।