‘রঈস’ ছাড়াও আরও যে ১০ ভারতীয় সিনেমা এখনও পাকিস্তানে নিষিদ্ধ..
‘তেরে বিন লাদেন’। অভিযোগ, ওসামা বিন লাদেনকে যেভাবে দেখানো হয়েছে, তাতে আপত্তি ছিল পাক সেন্সর বোর্ডের। ছবি সৌজন্য- তেরে বিন লাদেন ফেসবুক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅক্ষয় কুমার অভিনীত ‘খিলাড়ি ৭৮৬’। অভিযোগ, ৭৮৬ নম্বরের ফলে পাক নাগরিকদের ভাবাবেগে আঘাত লাগবে। ছবি সৌজন্য- খিলাড়ি ৭৮৬ ফেসবুক
শাহরুখ খান অভিনীত ‘যব তক হ্যায় জান’। অভিযোগ, সেখানে শাহরুখকে কাশ্মীরে সেনা অভিযান করতে দেখা গিয়েছে। ছবি সৌজন্য- যব তক হ্যায় জান ফেসবুক
শাহিদ কপূর অভিনীত ‘হায়দার’। অভিযোগ, কাশ্মীর-কেন্দ্রীক প্রেক্ষাপট। ছবি সৌজন্য- হায়দার ফেসবুক
সলমন খান অভিনীত ‘এক থা টাইগার’। অভিযোগ, পাক গোয়েন্দা সংস্থা ও কর্মীদের বিরুদ্ধে প্রেক্ষাপট। ছবি সৌজন্য- এক থা টাইগার ফেসবুক
জন আব্রাহাম অভিনীত ‘ঢিশুম’। অভিযোগ, পাকিস্তানকে ভাল চোখে দেখানো হয়নি। ছবি সৌজন্য- ঢিশুম ফেসবুক
বিদ্যা বালন অভিনীত ‘ডার্টি পিকচার’। অভিযোগ, সাহসী দৃশ্য ও অনুপযুক্ত বিষয়। ছবি সৌজন্য- ডার্টি পিকচার ফেসবুক
ফরহান আখতার অভিনীত ‘ভাগ মিলখা ভাগ’। অভিযোগ, ফরহানের চরিত্রের একটি সংলাপ পাকিস্তানের ভাবাবেগকে আঘাত করবে। ছবি সৌজন্য- ভাগ মিলখা ভাগ ফেসবুক
শাহরুখ খান অভিনীত ব্লকবাস্টার ‘রঈস’-কে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। অভিযোগ, সেখানে মুসলিমদের ‘অনুপযুক্তভাবে’ দেখানো হয়েছে। নীচে দেওয়া হল সেই ১০ ভারতীয় ছবির তালিকা যেগুলিকে নিষিদ্ধ করেছে পাক সেন্সর বোর্ড। ছবি সৌজন্য-ফেসবুক
অক্ষয় কুমার অভিনীত ‘বেবি’। অভিযোগ, সেখানে মুসলিমদের ‘অনুপযুক্তভাবে’ দেখানো হয়েছে। ছবি সৌজন্য- বেবি ফেসবুক
সঈফ আলি খান অভিনীত ‘এজেন্ট বিনোদ’। অভিযোগ, সেখানে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-কে এমনভাবে দেখানো হয়েছে যা পাক নাগরিকদের খারাপ লাগবে। ছবি সৌজন্য- এজেন্ট বিনোদ ফেসবুক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -