হাওয়াইয়ে ছুটি কাটাচ্ছেন মারিয়া শারাপোভা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Dec 2016 11:14 AM (IST)
1
2
3
হয়তো ওয়াইল্ড কার্ড নিয়ে ২০১৭-য় সার্কিটে ফিরবেন তিনি।
4
ফলে শারাপোভা রিও অলিম্পিকে যোগ দিতে পারেননি।
5
পরে তা কমিয়ে করা হয় ১৫ মাস।
6
এ জন্য তাঁকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
7
শারাপোভা নিজেই স্বীকার করেন, তিনি না জেনে নিষিদ্ধ ড্রাগ নিয়েছেন।
8
নিষিদ্ধ ড্রাগ সেবনের অভিযোগে শারাপোভাকে তাদের বাছাই তালিকা থেকে হঠিয়ে দিয়েছে ডব্লিউটিএ।
9
গ্র্যান্ডস্লাম ফাইনালে তাঁর ও সেরেনা উইলিয়ামসের প্রতিদ্বন্দ্বিতা দেখতে মুখিয়ে থাকেন বিশ্ববাসী।
10
এক সময়ের বিশ্বসেরা টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভা ছুটি কাটাচ্ছেন হাওয়াইয়ে।