টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ইনস্টাগ্রামে শেয়ার করলেন নিজের ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Oct 2018 08:00 AM (IST)
1
2
3
4
5
তাঁর দিদি ভেনাসও নাম করা টেনিস খেলোয়াড়।
6
দীর্ঘদিন তিনি বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন।
7
কিছুদিন আগে মা হয়েছেন সেরেনা। আবার ফিরে এসেছেন টেনিস কোর্টে।
8
টেনিস কোর্টে তাঁর মাপের খেলোয়াড় দীর্ঘদিন দেখা যায়নি।
9
ফোর্বসের সব থেকে বেশি উপার্জনকারী খেলোয়াড়দের তালিকায় বহুবার উঠেছে সেরেনার নাম।
10
ব্রেস্ট ক্যানসার মাস উপলক্ষ্যে প্রয়াত অস্ট্রেলীয় অভিনেত্রী ক্রিসি এম্ফলেটের সম্মানে নিজের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিশ্বসেরা টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস।