মাতৃ দিবসে যেভাবে মাকে ভালবাসা জানালেন ক্রিকেটাররা
সানরাইজার্স হায়দরাবাদ ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার উইশ করলেন মা ও স্ত্রীকে
নজফগড়ের নবাব বীরেন্দ্র সহবাগই বা বাদ পড়বেন কেন
বাবাকে হারিয়েছেন খুব ছোটবেলায়। স্বাভাবিকভাবেই মায়ের ভীষণ ঘনিষ্ঠ বিরাট কোহলি। মাকে উইশ করলেন মাতৃ দিবসে
হ্যাপি মাদার্স ডে জানালেন কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার- ব্যাটসম্যানও
কবজির চোটে আইপিএল খেলতে পারছেন না। তবে অস্ট্রেলীয় ক্যাপ্টেন স্টিভ স্মিথ ভালই সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে
মায়ের জন্য বিশেষ বার্তা পাঠালেন ডারেন সামিও
সচিন তেন্ডুলকর পোস্ট করলেন মায়ের সঙ্গে পুরনো একটি সাদা কালো ছবি
মাকে শুভেচ্ছা জানালেন সুরেশ রায়না। বাদ পড়লেন না স্ত্রীও, শিগগিরই মা হতে চলেছেন তিনি
মাকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশি উইকেটকিপার মুস্তাফিজুর রহিমও
তাঁর ওপর বিশ্বাস রাখার জন্য মাকে ধন্যবাদজ্ঞাপন ইশান্ত শর্মার
জ্যাসন হোল্ডার এখন দেশ থেকে অনেক দূরে, আইপিএল খেলতে ব্যস্ত
মা, তোমাকে ভালবাসি, বললেন হরভজন সিংহ
সত্যি, প্রতিটি দিনই তো মাদার্স ডে
মাদার্স ডে-তে ট্যুইটারে সায়েদের শুভেচ্ছা জানালেন অজিঙ্ক রাহানে
রবিবার ছিল মাতৃ দিবস। গোটা বিশ্বের ক্রিকেটাররা ট্যুইটারে তাঁদের মায়ের কথা বললেন। বললেন কীভাবে তাঁদের জীবন গড়ে দিয়েছেন মা। অন্যান্য গুরুত্বপূর্ণ মহিলাদের কথাও উঠে এল একইসঙ্গে