দেশের সেবায় ৭৫ বছর পূর্ণ করল অসম রেজিমেন্ট
সব ছবি সৌজন্য প্রতিরক্ষামন্ত্রক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাশাপাশি, ভারতীয় সেনার বিভিন্ন অভিযান -- অপারেশন রক্ষক, অপারেশন রাইনো, অপারেশন মেঘদূত এবং কম্বোডিয়া, কঙ্গো ও লেবাননে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীর হয়ে অসম রেজিমেন্টের ভূমিকা প্রশংসা লাভ করেছে।
বহু যুদ্ধে সাহসিকতার পরিচয় দিয়ে সম্মান ও মেডেল লাভ করেছে অসম রেজিমেন্ট। এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে ১৯৪৭-৪৮ সালের যুদ্ধ, ১৯৭১ সালের যুদ্ধে সম্মান পেয়েছে।
‘ ভারতের অজেয় রাইনো যোদ্ধা’ শীর্ষক অসম রেজিমেন্টের ইতিহাসের ওপর একটি পুস্তক প্রকাশ করা হয়।
রেজিমেন্টের প্রধান দায়িত্ব ছিল দেশের পূর্বপ্রান্তে শত্রু-হামলা ঠেকানো।
১৯৪১ সালের ১৫ জুন শিলংয়ে তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল রস হাওম্যানের নেতৃত্বে গঠিত হয়েছিল অসম রেজিমেন্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -