নিউ ইয়র্কে তৈরি হবে বিশ্বের আধুনিকতম এই বহুতল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Mar 2018 09:13 AM (IST)
1
তবে এই বহুতল বিশ্বের সবথেকে উঁচু ইমারত হবে না। ৬০০ মিটারের বেশি উঁচু ইমারতের তালিকায় নাম লেখাবে এটি।
2
3
আগামী বছরের মধ্যেই এই বহুতল তৈরি হয়ে যাবে বলে আশা।
4
এই বহুতল তৈরির জন্য প্রয়োজনীয় সম্মতি এখনও মেলেনি। তবে সংস্থাটি এখন থেকে নিজেদের কাজ শুরু করে দিয়েছে।
5
দুটি লম্বা টাওয়ার দিয়ে তৈরি হবে এই বহুতল। তারপর দুটির মাথা বাঁকিয়ে দিয়ে জুড়ে দেওয়ার চেষ্টা হবে।
6
সবথেকে অদ্ভুত হল এর চেহারা। আর্কিটেকচার সংস্থা বলছে, একে লম্বা বলা যাবে, উঁচু নয়।
7
বহুতলটি তৈরি হবে আমেরিকার নিউ ইয়র্কে। বিশ্বের উচ্চতম টাওয়ারের তালিকায় যুক্ত হবে এর নামও।
8
বিখ্যাত আর্কিটেকচার সংস্থা ওআইআইও তৈরি করতে চলেছে বিশ্বের সবথেকে আধুনিক বহুতল।