দেখুন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ সেনাবাহিনী
জার্মানির ঠিক উপরে আছে তুরস্কের সেনাবাহিনী। এ দেশের প্রতিরক্ষা বাজেট ১৮ বিলিয়ন মার্কিন ডলার। তুরস্কের সেনার হাতে ৩,৮৭৮টি ট্যাঙ্ক, ২০৭টি যুদ্ধজাহাজ, ৬৪টি লড়াকু হেলিকপ্টার এবং ১৩টি ডুবোজাহাজ আছে। তুরস্কের সেনাবাহিনীতে প্রায় চার লক্ষ জওয়ান আছেন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাশিয়ার সেনাবাহিনী বিশ্বের দ্বিতীয় শক্তিশালী। রাশিয়ার প্রতিরক্ষা বাজেট ৪৬ বিলিয়ন মার্কিন ডলার। রাশিয়ার সেনাবাহিনীর হাতে আছে ১৫,৩৯৮টি ট্যাঙ্ক, ১,৪৩৮টি ফাইটার জেট, একটি রণতরী, ৪৭৮টি লড়াকু হেলিকপ্টার এবং ৬০টি ডুবোজাহাজ আছে। রাশিয়ার সেনাবাহিনীতে সাত লক্ষেরও বেশি জওয়ান আছেন
সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর তালিকায় সাত নম্বরে আছে জাপান। এশিয়ার এই দেশের প্রতিরক্ষা বাজেট ৪০ বিলিয়ন মার্কিন ডলার। জাপানের সেনাবাহিনীর হাতে ৬৭৮টি ট্যাঙ্ক, ২৮৭টি ফাইটার জেট, তিনটি রণতরী, ১১৯টি লড়াকু হেলিকপ্টার এবং সাতটি ডুবোজাহাজ। প্রায় আড়াই লক্ষ জওয়ান জাপানের সেনাবাহিনীতে আছেন
এই তালিকার ১০ নম্বরে আছে ইতালির সেনাবাহিনী। ইউরোপের এই দেশের প্রতিরক্ষা বাজেট ৩৪ বিলিয়ন মার্কিন ডলার। ইতালির সেনার কাছে আছে ৫৮৬টি ট্যাঙ্ক, ১৫৮টি যুদ্ধজাহাজ, দুটি রণতরী, ৫৮টি লড়াকু হেলিকপ্টার এবং ৮টি ডুবোজাহাজ আছে। মোট ৩ লক্ষ ২০ হাজার জওয়ান আছেন ইতালির সেনাবাহিনীতে
গ্লোবাল ফায়ারপাওয়ার সংস্থার বিচারে বিশ্বের চতুর্থ শক্তিশালী সেনাবাহিনী হল ভারতীয় সেনা। এ দেশের প্রতিরক্ষা বাজেট ৪০ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় সেনার হাতে ৬,৪৬৪টি ট্যাঙ্ক, ৮০৯টি জেট ফাইটার, দুটি রণতরী, ১৯টি লড়াকু হেলিকপ্টার এবং ১৪টি ডুবোজাহাজ আছে। ভারতীয় সেনাবাহিনীতে ১৪ লক্ষ জওয়ান আছেন
বিশ্বের সেরা সেনাবাহিনীর তালিকার ৯ নম্বরে স্থান পেয়েছে জার্মানি। অ্যাঞ্জেলা মর্কেল সরকারের প্রতিরক্ষা বাজেট ৩৬ বিলিয়ন মার্কিন ডলার। জার্মানির সেনাবাহিনীর কাছে ৪০৮টি ট্যাঙ্ক, ১৬৯টি জেট ফাইটার, ৪৪টি লড়াকু হেলিকপ্টার এবং পাঁচটি ডুবোজাহাজ আছে। জার্মানির সেনাবাহিনীতে মোট ১ লক্ষ ৮০ হাজার জওয়ান আছেন
তালিকার পঞ্চম স্থানে আছে ফ্রান্সের সেনাবাহিনী। ফ্রান্সের প্রতিরক্ষা বাজেট ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। ফরাসি সেনার হাতে আছে ৪২৩টি ট্যাঙ্ক, ২৮৪টি জেট ফাইটার, চারটি রণতরী, ৪৮টি লড়াকু হেলিকপ্টার এবং ১০টি ডুবোজাহাজ আছে। ফরাসি সেনাবাহিনীতে প্রায় ২ লক্ষ জওয়ান আছেন
তৃতীয় স্থানে আছে চিনের সেনাবাহিনী। চিনের প্রতিরক্ষা বাজেট ১৫৫ বিলিয়ন মার্কিন ডলার। চিনা সেনাবাহিনীর হাতে আছে ৯,১৮৫টি ট্যাঙ্ক, ৩,১৫৮টি ফাইটার জেট, একটি রণতরী, ২০০টি লড়াকু হেলিকপ্টার এবং ৬৮টি ডুবোজাহাজ আছে। চিনে সেনাবাহিনীতে ২৩ লক্ষ জওয়ান আছেন
৬ নম্বরে আছে গ্রেট ব্রিটেনের সেনাবাহিনী। ব্রিটেনের প্রতিরক্ষা বাজেট ৫৫ বিলিয়ন মার্কিন ডলার। এ দেশের সেনার হাতে ৪০৭টি ট্যাঙ্ক, ১৬৮টি যুদ্ধবিমান, একটি রণতরী, ৪৯টি লড়াকু হেলিকপ্টার এবং ১০টি ডুবোজাহাজ আছে। গ্রেট ব্রিটেনের সেনাবাহিনীতে প্রায় দেড় লক্ষ জওয়ান আছেন
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হল মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা। এ দেশের প্রতিরক্ষা বাজেট ৫৮১ বিলিয়ন মার্কিন ডলার। মার্কিন সেনার হাতে আছে ৮,৮৪৮টি ট্যাঙ্ক, ২,৭৮৫টি ফাইটার জেট, ১৩টি রণতরী, ৯৫৭টি লড়াকু হেলিকপ্টার এবং ৭৫টি ডুবোজাহাজ আছে। মার্কিন সেনাবাহিনীতে ১৪ লক্ষ জওয়ান আছেন
দ্য গ্লোবাল ফায়ারপাওয়ার সংস্থা এ বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ সেনাবাহিনীর তালিকা প্রকাশ করেছে। সব দেশের সেনাবাহিনীর ক্ষমতা বিচার করে এই তালিকা তৈরি করা হয়েছে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -