ডবলুডবলুই নিয়ে সুশীলকে সতর্কবার্তা দ্য গ্রেট খলির
ডবলুডবলুই-র ট্যালেন্ট ডেভেলপমেন্ট হেড ক্যানিওন কেম্যান দিল্লিতে এসে সুশীলের সঙ্গে বৈঠক করেছেন। এরপরেই সুশীলের পেশাদার হওয়ার জল্পনা বেড়ে গিয়েছে
২০০৮ ও ২০১২ অলিম্পিকে কুস্তিতে পদক পাওয়া সুশীল রিও অলিম্পিকের দলে ছিলেন না। তাঁর বদলে নরসিংহ যাদবকে রিওতে পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় কুস্তি ফেডারেশন ও জাতীয় অলিম্পিক সংস্থা
সুশীল অবশ্য এখনও ডবলুডবলুই-তে যোগ দেওয়ার কথা স্বীকার করেননি। তবে শোনা যাচ্ছে, তিনি পেশাদার হতে আগ্রহী
ভারতীয় ক্রীড়ামহলের অনুমান, রিও অলিম্পিকে যোগ দিতে না পারায় অভিমান থেকেই পেশাদার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুশীল
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খলি বলেছেন, আমার পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে যদি সুশীল ডবলুডবলুই-তে যোগ দেয়, তাহলে আমার খুব ভাল লাগবে। তবে ওর কাজটা খুব কঠিন
খলি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পেশাদার কুস্তিতে ভারতীয়দের সফল হওয়া খুব কঠিন। এছাড়া সুশীলের বয়সও তাঁর বিপক্ষে যেতে পারে
এই পরিস্থিতিতে সুশীলকে সতর্ক করে দিয়েছেন ডবলুডবলুই-র প্রাক্তন চ্যাম্পিয়ন দ্য গ্রেট খলি
অলিম্পিকে দু বারের পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার এবার পেশাদার হতে চলেছেন