হৃত্বিক তাঁর জীবনে এখন অতীত, জানালেন কঙ্গনা
এখন কঙ্গনা জানাচ্ছেন, গোটা এপিসোডকে তিনি অতীতে ফেলে এসেছেন। এখন (হৃত্বিক) নিয়ে তাঁর কোনও মাথাব্যথা নেই। কঙ্গনার আরও দাবি, এখন তাঁর জীবনে (হৃত্বিকের) কোনও প্রাসঙ্গিকতা নেই।
জাতীয় পুরস্কার-জয়ী অভিনেত্রী কঙ্গনা অভিযোগ করেন, এক সময় তাঁকে বিভিন্ন বড় বড় প্রজোযনা গোষ্ঠীর থেকে বলা হয়, হয় মুখ বন্ধ করতে, না হলে সিনেমার কেরিয়ার শেষ হয়ে যাবে।
হৃত্বিক রোশনের সঙ্গে তাঁর বহুচর্চিত সম্পর্ক নিয়ে তিক্ত লড়াই এখন অতীত। গোটা অধ্যায়টাই এখন তাঁর কাছে ইতিহাস। এমনটাই জানালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
পাল্টা জবাব দেন হৃত্বিকও। ফের কঙ্গনা আরেকটা মন্তব্য...। পরিস্থিতি এমন গড়ায় যে একটা সময় একে অপরকে আইনি নোটিশও পাঠিয়ে দেন। হৃত্বিক এমনকী এ-ও জানিয়ে দেন, তাঁদের মধ্যে কোনওদিন কোনও সম্পর্ক ছিল না। তিনি কঙ্গনাকে প্রকাশ্যে ক্ষমাও চাইতে বলেন।
দুজনের কথার লড়াইয়ের সূত্রপাত একটি সাক্ষাৎকার থেকে। সেখানে হৃত্বিককে ‘সিলি এক্স’ বা মূর্খ প্রাক্তন (প্রেমিক) বলে উল্লেখ করেছিলেন কঙ্গনা।