চোখের জলে শেষ বিদায় তারিষিকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jul 2016 01:21 PM (IST)
1
তারুষির পরিবারকে সমবেদনা কংগ্রেস নেতা রাজ বব্বরের।(ছবি-পিটিআই)
2
আরুষির শেষকৃত্যের কাজ করেন তাঁর দাদা। আইএফএফসিও চকের সুখরালি গ্রামে শেষকৃত্য সম্পন্ন হয়। (ছবি-পিটিআই)
3
তারুষিকে শেষ বিদায় জানাতে হাজির ছিলেন তাঁর আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীরা। (ছবি-পিটিআই)
4
কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা। (ছবি-পিটিআই)
5
ভোপালে তারিষির প্রতি শ্রদ্ধাজ্ঞাপণ মুসলিম সম্প্রদায়ের। (ছবি-পিটিআই)
6
7
(ছবি-পিটিআই)
8
তারিষির শেষকৃত্যে পরিবারের পাশে সর্বভারতীয় সন্ত্রাস বিরোধী ফ্রন্টের চেয়ারম্যান মিস বিট্টা। (ছবি-পিটিআই)
9