দেখুন: সিরিয়ালের ‘বহু’রা বাস্তবে দেখতে কেমন
তেজস্বী প্রকাশ: ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট তেজস্বী কালার্সে স্বারাঙ্গিনী-তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। তাঁকে আগে দেখা গেছে কমেডি নাইটস লাইভ-এ
সৌম্যা ট্যান্ডন: কাজ করছেন বিখ্যাত সিরিয়াল ভাবিজি ঘর পর হ্যায়-তে অনিতা ভাবীর ভূমিকায়। আগে মডেলিং করতেন
সানভি তলওয়ার: একতা কপূরের নয়া শো ইয়ে কাঁহা আ গয়ে হাম-এর মাধ্যমে পা রেখেছেন টিভি দুনিয়ায়। আগে একটি বিখ্যাত গয়নার দোকানের বেশ কয়েকটি প্রকল্পে কাজ করেছেন তিনি
এরিকা ফার্নান্ডেজ: কুছ রং পেয়ার কে অ্যায়সে ভি-তে ডক্টর সোনাক্ষীর ভূমিকায় অভিনয় করছেন। জানেন বেশ কয়েকটি ভাষা। কাজ করেছেন তামিল, তেলেগু ও কন্নড় ছবিতে। নাচ ভালবাসেন। ছবি তোলারও শখ আছে
মদিরাক্ষী মুন্ডল: সিয়া কে রাম-এ সীতার ভূমিকায় অভিনয় করা মদিরাক্ষী টিভি ইন্ডাস্ট্রির নয়া চেহারা। এর আগে একটি তামিল ছবি করেছেন। ভালবাসেন গাড়ি চালাতে
দৃষ্টি ধামী: মডেলিংয়ের দুনিয়া থেকে টিভি ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন দৃষ্টি ধামী। ভাল নৃত্যশিল্পী হিসেবে পরিচিত দৃষ্টি আগে মধুবালা সিরিয়ালে অভিনয় করেছেন। ভাগ নিয়েছেন ঝলক দিখলা যা সিজন ৬-এও। এখন কাজ করছেন এক থা রাজা এক থি রানি সিরিয়ালে, গায়ত্রীর ভূমিকায়
মৌনী রায়: টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বেঙ্গলি বিউটি নামে প্রসিদ্ধ মৌনী কালার্সের নাগিন সিরিয়ালে শিবন্যার ভূমিকায় অভিনয় করছেন। আগে ঝলক দিখলা যা সিজন ৭-এ যোগ দেন তিনি। ভালবাসেন ঘুরে বেড়াতে
স্মৃতি ঝা: কুমকুম ভাগ্যর প্রধান চরিত্রাভিনেত্রী স্মৃতি ভালবাসেন ছবি তুলতে
রাধিকা মদন: মেরি আশিকি তুমসে হি-তে ইশানীর ভূমিকায় অভিনয় করা রাধিকা বাস্তবে নাচের শিক্ষিকা। ঝলক দিখলা যা সিজন ৮-এও যোগ দিয়েছিলেন তিনি
টেলিভিশনের পর্দায় শাশুড়ি, বউ আর বোনের ভূমিকায় এই অভিনেত্রীদের এতদিন আমরা দেখে এসেছি জমকালো শাড়ি আর ভারী ভারী গয়নায় সেজে। আজ আপনাদের আমরা দেখাব তাঁদের আসল চেহারা। দেখে নিন, আমাদের ফেভারিট গৃহিণীরা প্রকৃতই কেমন দেখতে
শ্বেতা তিওয়ারি: শ্বেতা টিভি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। কসৌটি জিন্দেগি কি-তে প্রেরণার চরিত্রে অভিনয় করেছিলেন। এখন অ্যান্ড টিভির বেগুসরাই সিরিয়ালে আছেন এক গ্রামীণ নেত্রীর ভূমিকায়। ভালবাসেন মেয়ের সঙ্গে ঘুরতে