ছবিতে দেখুন: ভিন্ন প্রজাতির মিলনে জন্ম এই পশুগুলির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Apr 2016 12:05 AM (IST)
1
শংকর পদ্ধতিতে জন্ম এই জীব জন্তুগুলির। যেমন দেখুন জঙ্কিকে.. এক পুরুষ গাধার সঙ্গে মেয়ে ঘোড়ার প্রজননে জন্ম হয়েছে এই পশুটির।
2
টিগন-পুরুষ সিংহ ও মেয়ে বাঘের মিলনে জন্ম এর।
3
বাড়িতে যে সমস্ত বিড়াল ঘোরাফেরা করে, সেগুলির সঙ্গে বন বিড়ালের প্রজননে জন্ম এই বিড়ালটির।
4
লিওপন- পুরুষ চিতাবাঘ ও মেয়ে সিংহের প্রজননে এর জন্ম।
5
জাগলিয়ন-পুরুষ জাগুয়ার ও মেয়ে সিংহের মিলনে এর জন্ম।
6
পুরুষ গাধা ও মেয়ে ঘোড়ার প্রজননে এর জন্ম।
7
গিপ-ছাগল ও ভেড়ার ক্রশব্রিড এটি।
8
কয়উল্ফ-নেকড়ে বাঘ ও কুকুরের ক্রশব্রিড এটি।